মির্জাপুরে ট্রাকচাপায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার ধামরাইয়ের দেলোয়ার হোসেন (৪৮) ও মানিকগঞ্জের সাটুরিয়ার মজিবর রহমান (৪৬)।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম জানান, ভোরে একটি ট্রাক থেকে নেমে দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় ।