মির্জা ফখরুলের নামে আপত্তিকর স্লোগান, পদ হারালেন বিএনপি নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে আপত্তিকর স্লোগান দেয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে রাজবাড়ী জেলা বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী–ফরিদপুর সড়কে বিএনপির কেন্দ্র ঘোষিত রাজবাড়ী–১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কিছু নেতা-কর্মী মিছিল শুরু করে। ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী দলীয় শিষ্টাচার পরিপন্থী ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে নিন্দনীয় আচরণ প্রদর্শন করেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল।

এই স্লোগানের ভিডিও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপির নজরে আসে। এরপর তাকে তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তবে তার লিখিত জবাব জেলা বিএনপি সন্তোষজনক মনে করেনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একজন দায়িত্বশীল নেতা হয়েও এমন অশালীন স্লোগান দিয়ে তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে তাকে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ দলের সকল প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হল। বহিষ্কারাদেশ জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।