মির্জা ফখরুল সুস্থ আছেন এখন

জ্যেষ্ঠ প্রতিবেদক : হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। সকালে এনজিওগ্রাম করার পর তার কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা সম্পর্কে দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে জানিয়েছেন, তিনি (মির্জা ফখরুল) সুস্থ আছেন। তার হৃদযন্ত্রে কোনো সমস্যা ধরা পড়েনি।

শায়রুল জানান, সকালে মির্জা ফখরুল ইসলামের এনজিওগ্রাম করা হয়। চিকিৎসক মমিনুজ্জামান এনজিওগ্রাম করেন। তার হৃদযন্ত্রে কোনো সমস্যা দেখা যায়নি।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, কোনো শারীরিক সমস্যা না থাকায় আজ মঙ্গলবার পর্যবেক্ষণে রেখে বুধবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

সোমবার হঠাৎ করেই অসুস্থতা বোধ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুল বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়।