
বিনোদন ডেস্কঃ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। মিস ওয়ার্ল্ড এর মুকুট মাথায় ওঠার পর থেকেই তিনি ঠিক করে রেখেছিলেন সিনেমাতেই অভিনয় করবেন। সুযোগও মিলছে একের পর এক। এই গ্ল্যামারকন্যা ইতিমধ্যে শেষ করেছেন তিন তিনটি চলচ্চিত্রের কাজ।
তার অভিনীত সিনেমাগুলো হলো- ‘মিশন এক্সট্রিম’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’। বর্তমানে নতুন সিনেমা ‘নূর’র শুটিংয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৩রা ডিসেম্বর মুক্তি পাবে ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ নায়িকা।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘নূর’ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। ঐশী জানান, ‘নূর’ সিনেমার পাবনা অংশের শুট শেষ করে এখন ঢাকায় অবস্থান করছেন।
চলতি সপ্তাহে সিনেমাটির ঢাকা অংশের শুটে যোগ দেবেন তিনি। যতটুকু কাজ করেছেন এখন অবধি বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে তার। ঐশী বলেন, শুভ ভাইয়ার সঙ্গে ‘মিশন এক্সট্রিমে’ কাজ করেছি। ওটা অ্যাকশন সিনেমা, আর ‘নূর’ পুরো রোমান্টিক সিনেমা। দুইটাতে দুই রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।
সহশিল্পী হিসেবে শুভ ভাইয়া খুবই সাপোর্টিভ। এই সিনেমায় ঐশীর চরিত্র কী জানতে চাইলে তিনি বললেন, চরিত্র নিয়ে একদমই বলা নিষেধ আছে। কারণ একটা চরিত্রের পেছনে অনেকদিন সময় দিতে হয়। এতটুকু বলতে পারি এর আগে এমন চরিত্র করা হয়নি। যে অল্প সংখ্যক সিনেমা করেছি তার মধ্যে এই চরিত্রটি একদম ব্যতিক্রম।
তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’ আমাদের শিল্পী, দর্শকদের সবারই কাছে একটা প্রতীক্ষিত প্রজেক্ট। এই সিনেমার মুক্তি দুইবার পিছিয়েছে করোনার কারণে। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। এটা তো ভীষণ ভালো লাগার। খুব উচ্ছ্বসিত আমি। তবে খানিকটা নাভার্সও। কারণ প্রথম সিনেমা, কিছু বুঝতাম না।
আমি কি করেছি আল্লাহ জানে! অতো ভালো অভিনয় তো করতে পারিনি। তারপরও চেষ্টা করেছি। দেখি দর্শক কীভাবে নেয়। দিনশেষে দর্শকরাই কিন্তু সব। দর্শকরা ভালো বললেই কাজের জন্য অনুপ্রেরণা পাবো। ভবিষ্যতে নিয়মিত কাজ করবো কিনা সেটা পুরোপুরি দর্শকদের উপরেই নির্ভর করছে আসলে।