আন্তর্জাতিক ডেস্ক : মিশরের একটি তল্লাশি চৌকিতে গাড়িবোমা হামলায় আট সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেশটির উত্তরে সিনাই অঞ্চলে এ হামলা হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ১২ সেনা আহত হয়েছে। সেনাবাহিনী পাল্টা আঘাত হানলে তিন হামলাকারী নিহত হয়েছে। অন্যরা পালিয়ে গেছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আল-আরিশ শহরের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। এর আগে মুখোশধারীরা ব্যক্তিরা ওই তল্লাশি চৌকি লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। ওই হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। দুটি হামলার ঘটনা একই নাকি পৃথক তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে মিশরীয় সেনাবাহিনী সিনাই অঞ্চলের ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে তারা উত্তর সিনাইয়ে ৪০০ এর বেশি হামলা চালিয়েছে। দ্য সিনাই প্রভিন্স নামে জিহাদি গোষ্ঠীটি ওই অঞ্চলের সবচে সক্রিয় জঙ্গিগোষ্ঠী। গোষ্ঠীটি ২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করে।