আন্তর্জাতিক ডেস্ক : দু’জনই প্রেসিডেন্ট পত্মী। তবে এদের একজনের স্বামী বিদায় নিবেন, আরেকজন চার বছরের জন্য প্রবেশ করবেন। দুই পত্নীকে নিয়ে বিশ্ব গণমাধ্যমে আলোচনার কমতি নেই। বৃহস্পতিবার রাতে তারা দুজন একসঙ্গে বসে চা পান করেছেন, আলোচনা করেছেন নিজেদের সন্তানদের নিয়ে। এ দুজন হচ্ছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা পত্নী মিশেল এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পত্নী মেলানিয়া।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে গিয়েছিলেন তার স্ত্রী মেলানিয়া। ট্রাম্প-ওবামা যখন বৈঠকে ব্যস্ত, তখন মেলানিয়াকে নিয়ে ইয়েলো ওভাল রুমে আলাপচারিতায় মেতেছিলেন মিশেল ওবামা।
হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট জানিয়েছেন, ফার্স্টলেডি মিশেল ভবিতব্য ফার্স্টলেডির সঙ্গে চা পান করেছেন। মেলানিয়াকে হোয়াইট হাউজ ঘুরিয়ে দেখিয়েছেন মিশেল। এসময় তারা দুজন হোয়াইট হাউজে নিজেদের সন্তানদের লালন-পালনের বিষয়ে কথা বলেছেন।
২০০৮ সালে ওবামা-মিশেল দম্পতি যখন হোয়াইট হাউজে প্রবেশ করেন তখন তাদের বড় মেয়ে মালিয়ার বয়স ছিল ১০, আর ছোট মেয়ে সাশার বয়স ছিল সাত। ট্রাম্প -মেলানিয়া দম্পতির একমাত্র সন্তান ব্যারনের বয়স এখন ১০ বছর।