আন্তর্জাতিক ডেস্ক :
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার স্ত্রী মিশেল ২০২০ কিংবা ২০২৪ সাল কেন, কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হবে না। শুক্রবার ‘সওয়ে ইন দ্য মর্নিং’ নামে এক রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবামা বলেন, ‘ সে (মিশেল) কখনোই হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবে না। সে এতোটাই মেধাবী ও বুদ্ধিমতি যে তাকে নিয়ে গর্ব না করে আমি পারি না। তবে মিশেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার মতো ধৈর্য্য ও অনুরাগ নেই। এটা আপনি নিশ্চিন্তে মনে রাখতে পারেন।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন মিশেল ওবামা। প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং স্বপক্ষ শিবিরের হয়ে মিশেলের বক্তব্য সবার নজরে কেড়েছে। এর আগেও ওবামার কাছে জানতে চাওয়া হয়েছিল মিশেল কখনো প্রেসিডেন্ট নির্বাচন করবেন কি না। তবে বরাবরই ওবামা বলে এসেছেন, রাজনীতি মিশেলের পছন্দ নয় এবং নির্বাচন করার মতো ধৈর্য্য তার নেই।
গত মার্চে এক অনুষ্ঠানে মিশেল নিজেই বলেছিলেন, ‘ আমি প্রেসিডেন্ট পদে নির্বাচন করবো না। না, এ কাজ আর করতে চাই না। এমন অনেক কাজ আছে যা, নিরাপত্তা বাধা, লাইট, ক্যামেরা ও সহযোগী ছাড়া হোয়াইট হাউজের বাইরে থেকেই আমি করতে পারি।’