আন্তর্জাতিক ডেস্ক: মিসরের একটি কপটিক গির্জার বাইরে একটি বোমা নিস্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ সদস্য নিহত নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মুস্তাফা আবিদ নামের ওই পুলিশ সদস্য মাইন সরানোর কাজে অভিজ্ঞ ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আরও দুই কর্মকর্তা এবং এক প্রত্যক্ষদর্শী আহত হয়েছেন।
কাইরোর বাইরে নাসর শহরে অবস্থিত গির্জার পাশের একটি ভবনের ছাদে একটি ব্যাগের মধ্যে দুটি বোমা লুকানো ছিল। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে মুস্তাফা আবিদ নিহত হয়েছেন।
আর মাত্র দু’দিন পরেই মিসরের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ক্রিসমাস পালন করবেন। তার আগেই গির্জার কাছে এমন ঘটনা ঘটল। তবে এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।
মিসরে মোট জনসংখ্যার ১০ শতাংশ কপটিক অনুসারী। সরকার তাদের প্রতি বৈষম্য করছে এবং পর্যাপ্ত সুরক্ষা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে খ্রিস্টানদের রক্ষায় নিজেকে একজন রক্ষাকর্তা বলে ঘোষণা করেছেন।
রোববার রাজধানীর বাইরে কপটিকদের ক্যাথেড্রাল অব ন্যাটিভিটি উদ্বোধনের কথা রয়েছে প্রেসিডেন্ট সিসির। আগামীকাল কপটিক খ্রিস্টানরা ক্রিসমাস পালন করবেন।