মিসিসিপির তীরে আছড়ে পড়ল হেলিকপ্টার

মিসিসিপির নদীর তীরে হঠাৎ করেই বিধ্বস্ত হয় একটি হেলিকপ্টার। এতে ঘটনাস্থলে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করা দুজন নিহত হন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ইস্ট অল্টন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপি নদীর তীরে একটি হেলিকপ্টার বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে একটি বার্জে (কার্গো নৌযান) বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ও আগুন ধরে গিয়ে আকাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুন্ডলী।

সেন্ট লুইস শহরের প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) উত্তরে অবস্থিত ইলিনয় অঙ্গরাজ্যের ইস্ট অল্টন এলাকার কাছে হেলিকপ্টারটি কাজ করছিল। পরে এটি মিসৌরি প্রান্তের নদীর পাশে থাকা একটি বার্জে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডাম ব্রিগস জানান, হেলিকপ্টারটি নদীর উপর দিয়ে এদিক-ওদিক উড়ছিল এবং একজন কর্মীকে তুলে বিদ্যুতের লাইনে মার্কার বল বসানোর কাজ করছিল। কিছুক্ষণ ফোনে তাকানোর পরই তিনি দেখেন, হেলিকপ্টারের টুকরো আকাশ থেকে পড়ে বার্জে আছড়ে পড়ছে, তারপর বড় ধরনের বিস্ফোরণ।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যামারেন-এর একজন মুখপাত্র জানান, একজন কন্ট্রাক্টর ও সাব-কন্ট্রাক্টর বৈদ্যুতিক টাওয়ারের লাইট এবং তারের উপর থাকা মার্কার বল মেরামত ও প্রতিস্থাপনের কাজ করছিলেন।

অ্যামারেন এক বিবৃতিতে বলেছে, ‘নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি।আন্তরিক সমবেদনা রয়েছে।’ তবে নিহত কর্মীদের নাম এখনো প্রকাশ করেনি অ্যামারেন।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, ইউটিলিটি কোম্পানিগুলোর জন্য এই ধরনের কাজ সাধারণ হলেও, এমন মারাত্মক দুর্ঘটনা খুবই বিরল।