মিয়ানমারের উসকানিতে পা দেবে না বাংলাদেশ: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, মিয়ানমারের উসকানিতে পা দেবে না বাংলাদেশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বিফ্রিং শেষে এ কথা জানান তিনি।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। বিদেশি কূটনীতিকদের বিষয়টি জানানো হয়েছে।

মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে বারবার গোলা ও মর্টারশেল আসা, হতাহতের ঘটনায় বাংলাদেশের ধৈর্য ধরা এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকার বিষয়টি দূতদের ব্রিফ করেন মো. খুরশেদ আলম।