মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা হত্যা বন্ধ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ)।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ আহ্বান জানায়।

মানববন্ধনে বিএনএ- এর চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘মিয়ানমারের রাখাইনে মানবতা এখন বিপন্ন। রোহিঙ্গাদের উপর নির্যাতন করা হচ্ছে, নির্বিচারে গুলি চালানো হচ্ছে। বাঁচার জন্য তারা এখন সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে আমরা বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, ‘রাখাইনে যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা মানবজাতীর জন্য হুমকিস্বরূপ। বিশ্ব নেতারা কেন এখনও চুপ করে রয়েছেন? তারা কেন এই হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নিচ্ছেন না। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কি শুধু বাংলাদেশের দায়িত্ব? আর সারাবিশ্ব শুধু হাত তুলে দেখবে, তা হতে পারে না। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে, সরকার যেন সকল দেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করে এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনএ- এর প্রধান সমন্বয়কারী মোঃ আখতার হোসেন, গ্রামীণ পার্টির চেয়ারম্যান আফাজুল ইসলাম, ইসলামিক পার্টির চেয়ারম্যান ওমর ফারুক।