মিয়ানমারের রোহিঙ্গাবহনকারী ৮টি নৌকা ফেরত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবহনকারী ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

সোমবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, নাফ নদীর চারটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের ৮টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী প্রায় অর্ধশত নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।