
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের আহ্বানের পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইইউ।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় শনিবারও (২০ মার্চ) দিনভর উত্তপ্ত ছিল মিয়ানমারের প্রধান শহরগুলোর রাজপথ। গণতন্ত্রের দাবিতে এদিনও বিভিন্ন শহরে আন্দোলনকারীরা বিক্ষোভ করার চেষ্টা করলে বরাবরের মতোই বাধা দেয়া দাঙ্গা পুলিশ। এতে কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে স্থানীয় মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বেশ কয়েকজনের হতাহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটিতে এ পর্যন্ত জান্তা সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৩৭ জন।
রাজধানী নেইপিদোতে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানায় স্থানীয় গণমাধ্যম। আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ধরপাকড়।
এ ছাড়া এদিন ইয়াঙ্গুনে জান্তা সরকারবিরোধী আন্দোলন দমাতে চলে বুলডোজার নিয়ে অভিযান চালাতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে। এক ভিডিওতে রাস্তায় পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে দেখা গেছে।
এর মধ্যেই জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর ১১ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এতে করে ওই সেনা কর্মকতাদের কালো তালিকাভুক্ত করে ইউরোপে তাদের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও ভিসা নিষিদ্ধ করবে ইইউ।
এর আগে শনিবার মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান দেশটিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ও সমন্বয়ক এন্ড্রু কার্কউড। একইসঙ্গে মিয়ানমারের জনগণ দেশটির সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চায় বলেও উল্লেখ করেন তিনি।