মিয়ানমারের ১২৫ নাগরিককে ফিরিয়ে দিল কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের ১২৫ নাগরিককে অনুপ্রবেশ করতে দেয়নি কোস্টগার্ড।

শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাফ নদীর নয়াপাড়া পয়েন্ট দিয়ে ৭টি নৌকায় তারা অনুপ্রবেশের চেষ্টা করে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. নাফিউর রহমান বলেন, ৭টি নৌকায় করে নাফ নদীর নয়াপাড়া পয়েন্ট দিয়ে ১২৫ রোহিঙ্গা রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। কোস্টগার্ডের টহল দল নাফ নদীতে অবস্থান করে তাদের অনুপ্রবেশ করতে দেয়নি। তাদের নাফ নদী থেকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য নাফ নদীর বাংলাদেশ সীমান্তে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।