মিয়ানমারের জান্তা সরকার দেশটির আরও দুইজন স্থানীয় সাংবাদিককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সেদেশের সেনা নিয়ন্ত্রিত একটি টেলিভিশন।
গ্রেফতার দুজনের নাম সিথু অং মিন্ট ও হতেত হতেত খিন। ফ্রন্টিয়ার মিয়ানমারের কলামনিস্ট সিথু অং মিন্ট ভয়েস অব আমেরিকা রেডিও’র ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতেন।
ফ্রিল্যান্সার হতেত হতেত খিন বিবিসি বার্মিজ বিভাগের হয়েও কাজ করেছেন।
এ দুজনকে গত ১৫ আগস্ট গ্রেফতার করা হয় বলে সেনা নিয়ন্ত্রিত টিভির খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


