মিয়ানমারে এক হাসপাতালে মৃত ৩৪, আহত ৪০জন

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের শহরগুলো এখন মৃত্যু কুপে পরিণিত হয়েছে প্রতি দিন মারা যাচ্ছে আন্দোলনরত মানুষ। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর উপশহর হ্লাইংথায়ার একটি হাসপাতালে পড়ে আছে অনন্ত ৩৪টি মরদেহ। রবিবার আন্দোলনকারীদের উপর ইয়াঙ্গুননের এই শহরে সেনা সরকারের হামলায় হাসপাতালে আহত হয়ে আরো ৪০জন ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশ করেছে মিয়ানমারের সংবাদ সংস্থা মিয়ানমার নাউ।

মিয়ানমারের মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) বলছে, হ্লাইংথায়া শহরতলিতে সামরিকবাহিনীবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তাবাহিনী গুলিবর্ষণ করায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। ইয়াঙ্গুনে চীনা অর্থায়নে পরিচালিত কয়েকটি পোষাক তৈরির কারখানায় অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের পর নিরাপত্তাবাহিনী গুলিবর্ষণ করে।

রোববার ইয়াঙ্গুনসহ মিয়ানমারের বিভিন্ন প্রান্তে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটে; যা গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর একদিনে সর্বোচ্চ প্রাণহানি।

এর আগে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটে গত ৩ মার্চ। ওইদিন মিয়ানমারজুড়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তাবাহিনীর সহিংসতায় ২৮ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশি এই দেশটিতে চীনা স্বার্থের ওপর মিয়ানমারের বিক্ষোভকারীদের হামলার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং।

মিয়ানমারের বিক্ষোভকারীদের অনেকেই ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে চীনের সমর্থন রয়েছে বলে মনে করেন। দেশটিতে নিযুক্ত চীনা দূতাবাস বলেছে, অগ্নিসংযোগের ঘটনায় চীনের অনেক কর্মী আহত হয়েছেন এবং কারখানার ভেতরে আটকা পড়েছেন।

সহিংসতা বন্ধ এবং দেশের জনগণ ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এএপিপির পরিসংখ্যান বলছে, মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ১৩৮ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন এক বিবৃতিতে বলেছেন, তাজা গোলায় অভ্যুত্থানবিরোধীদের মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা কীভাবে বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে উৎসাহ পাচ্ছে তা তুলে ধরছে।

সূত্র: রয়টার্স।