আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নদীতে ফেরি ডুবে অন্তত ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৮৫ জন।
শনিবার দেশটির মধ্যাঞ্চলের চিন্দউয়িন নদীর সাগিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফেরিটিতে কমপক্ষে ২৫০ জন যাত্রী ছিল। তবে এর ধারণক্ষমতা ছিল ১২০ জনের। যাত্রীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ ও তাদের শিক্ষকরা ছিলেন। স্থানীয় সময় শনিবার সকালে ফেরিটি ডুবে যায়। এ পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ত্রাণ বিভাগের আঞ্চলিক প্রধান সা উইলি ফ্রাঙ্ক বলেছেন, ‘আমরা ডুবে যাওয়া ফেরিটির অবস্থান শনাক্ত করতে পেরেছি। শক্তিশালী একটি ক্রেন ব্যবহার করে এটি তোলার চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে, ৮৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।’
প্রসঙ্গত, মিয়ানমারে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। নৌ পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটে।