মিয়ানমারে নির্যাতিতদের রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা, নারী ধর্ষণ, শিশুহত্যাসহ নির্যাতিতদের রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্রসেনা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী বলেন, মিয়ানমারে মানবতা আজ অস্তিত্বহীন। সেখানে নির্দয়ভাবে মুসলিম হত্যাযজ্ঞ চলছে অথচ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি, কোথায় আসিয়ান কিংবা সার্ক? প্রতিবেশী দেশ হয়েও বাংলাদেশ সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনকি মুসলিমপ্রধান রাষ্ট্রের নেতৃবৃন্দ পর্যন্ত মিয়ানমারের অসহায় মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে না। শান্তিরক্ষার অজুহাতে ইরাক, সিরিয়া, আফগানিস্তানে জাতিসংঘ যদি তাদের বাহিনী প্রেরণ করতে পারে, তবে কেন মিয়ানমারে পাঠানো হচ্ছে না? অবিলম্বে মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণের দাবি জানান তিনি। অন্যথায় বাংলার শান্তিপ্রিয় মুসলিম জনতা ঘর ছেড়ে আসতে বাধ্য হবে হুঁশিয়ারি দেন তিনি।

ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা এম মনির হোসাইনের সভাপত্বিতে সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শাহীদ রিজভী, সিনিয়র সহ-সভাপতি নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক কফিলউদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরাফাত মোল্লাসহ আরও অনেকে।