
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরো ১৪ জন নিহত।
১৪ মার্চ (শনিবার) বিক্ষোভকারীরা লাঠি ও ছুরি নিয়ে এসেছিল। বিক্ষোভকারীদের বিশ্বাস, চীন মিয়ানমার সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। তাই প্রধান বাণিজ্য নগরী ইয়াংগনের চীনের অনেকগুলো কারখানা থাকায়, বিক্ষোভকারীদের হামলা থেকে বাচাতে সেখানে সামরিক আইন জারি করে মিয়ানমার সেনাবাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হ্লাইং থারিয়ার দুটি কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৯০ জনের বেশি; গ্রেফতার ও আটকের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ১০০রও বেশি। মিয়ানমারে কারাবন্দিদের সহযোগিতামূলক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স অ্যাডভোকেসি গ্রুপ (এএপিপিএজি) এই তথ্য জানিয়েছে।