মিয়ানমারে সামরিক বাহিনীর গুলিতে নিহত ২০

মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে যার অধিকাংশ কিশোর বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ৯ সেপ্টেম্বর মায়ানমারের গ্যাংগাও শহরে হানা দেয় দেশটির সামরিক বাহিনী চারটি গাড়িতে প্রায় শতাধিক সেনা এখানে হাজির হওয়ার পরে তাদের সঙ্গে লড়াই শুরু হয় একটি মিলিশিয়া গ্রুপের সদস্যদের। ওই গ্রুপের কাছে অস্ত্রশস্ত্র কম থাকলেও তারা গুলি চালিয়ে সেনাবাহিনীকে প্রতিহত করার চেষ্টা করেছিল। কিন্তু মায়ানমার সেনা এরপরও এলাকার ভিতরে প্রবেশ করে।

সংঘর্ষ আরও তীব্র হতে শুরু করে। জানা গিয়েছে, ওই বিদ্রোহীরা ছোট অস্ত্র ও ঘরে তৈরি বন্দুক নিয়েই লড়ায়ে নেমেছিল। শেষ পর্যন্ত সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু হয়।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণ-প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।