মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিক্ষোবকারী এক মাত্র তরুণ

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জান্তা ক্ষমতা থেকে গেলেও মিয়ানমার সরকারের যে চেহারা বদলায়নি তার প্রমাণ মিললো আবারও। উপজাতি গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধের প্রতিবাদ জানাতে নেইআন মাইও অং নামে এক তরুণ দেশটির ইউনিভার্সিটি অব মাগউইর সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়েছিল । ব্যস, এই অপরাধেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে ইউনিভার্সিটি অব মাগউইর সামনে শেষ বর্ষের ছাত্র নেইআন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়েছিল। এর ৫০ মিনিটের মাথাতেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় মাগউইর নগর প্রশাসক। তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই আইন অনুযায়ী কোনো বিক্ষোভ-সমাবেশ করতে চাইলে ৪৮ ঘন্টা আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

নেইআন মাইও অং অবশ্য যুক্তি দেখিয়ে বলেছে, ‘সমাবেশ কিংবা মিছিলের জন্য অনুমতির প্রয়োজন হয়। সমাবেশ মানে একাধিক ব্যক্তি আর মিছিল মানে একদল লোকের সারিবদ্ধভাবে যাত্রা। কিন্তু আমিতো কোথাও যাচ্ছিলাম না, আমি কেবল ভবনের সামনে দাঁড়িয়ে ছিলাম।’

তার অভিযোগ, সরকার এই ইস্যুতে আলোচনায় আগ্রহী নয়। তাদের নীতি স্রেফ বিক্ষোভকারীদের গ্রেপ্তার।

মাগউইর পুলিশ কমান্ডার মেজর টিন হত্তো জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চাইলে ৪৮ ঘন্টা আগে আয়োজকদের বিষয়টি পুলিশকে জানাতে হয়। এ ক্ষেত্রে বিষয়টি মানা হয়নি।