মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিকা অব্যাহত থাকলে, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত মিয়ানমারে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ভয়াবহ পাশবিক অত্যাচারের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের কান্নায় পৃথিবীর আকাশ-বাতাস আজ ভারি হয়ে উঠেছে। গণহত্যার শিকার অসংখ্য নিষ্পাপ নারী-শিশু, যুবক ও বৃদ্ধা। এসব ঘটনায় বিশ্ববিবেক স্তব্ধ। বিশ্ব মানবতার স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে ভূমিকা নিয়েছে এটা অব্যাহত থাকলে মিয়ানমার সরকার নির্যাতিত রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে।

কাজী রিয়াজুল হক বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে গতকাল প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। তার কাছে আমাদের দাবি সেই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট তুলে ধরা হোক। পাশাপাশি জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আমাদের দাবি রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর যেন চাপ প্রয়োগ করা হয়।

তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের নাগরিক। তারা সে দেশের সরকারকে ভোট দিয়েছে। তাই তারা মিয়ানমারে বসবাস করার অধিকার রাখে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি রোকোনুজ্জামান ভূইয়া, উত্তরের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ছলিম উদ্দীন প্রমুখ।