মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পচা মাছ-মাংস, সবজি ও ফল বিক্রির অভিযোগে বুধবার সুপার শপ মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, লালবাগে ঢাকেশ্বরী রোডের মীনা বাজারে অভিযান চালানো হয়। এ সময় শপের বিভিন্ন স্থানে পচা কাতল মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস, পচা লিচু, কলা ও বিভিন্ন প্রকার পচা শাক-সবজি পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান জানান, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইর অনুমোদন ছাড়া খারার পানি, কোমল পানীয় ও নেভিয়া ক্রিম রাখার দায়ে জরিমানা করা হয়। আদালতের এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে।