নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মীর কাসেমের মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার রাত ১০টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়। এরপর রাত ১২টা ৩০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগারের ভেতর থেকে মীর কাসেমের মরদেহ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মীর কাসেমের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে গাড়িবহরে রয়েছে পুলিশের তিনটি, র্যাবের দুটি গাড়ি।
মানিকগঞ্জের হরিরামপুরে মীর কাসেমকে দাফন করা হবে বলে জানিয়েছে তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
এর আগে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা সম্বলিত তিনটি অ্যাম্বুলেন্স কারাফটকে এসে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর সেগুলো ভেতরে ঢোকানো হয়। এখন ওই তিন অ্যাম্বুলেন্সের একটিতে মীর কাসেম আলীর মরদেহ নেওয়া হচ্ছে।