নিজস্ব প্রতিবেদক : জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখায় হরতাল ডেকেছে দলটি।
বুধবার সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালনের আহ্বান জানিয়ে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ।
রায়ের পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতাল পালনের আহ্বান জানানো হয়।
অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।