
গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুরে নসিমন উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মঠবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার তিতা গ্রামের টুকু মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (২৫) ও বড় পারুলিয়া গ্রামের নুর হোসেনের ছেলে রমজান (৪৫)।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. জাফর মিয়া জানান, কাশিয়ানী উপজেলা সদর থেকে নসিমনে করে একটি মিক্সার মেশিন নিয়ে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মঠবাড়ী যাচ্ছিল শ্রমিকরা। এ সময় নসিমনটি ঘটনাস্থলে পৌঁছে উল্টে যায়। এতে নসিমন চাপায় বিল্লাল ও রমজান ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।