মুকসুদপুরে নির্বাচনের পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৩০ জন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে পৌরসভা নির্বাচনের পরের দিন আজ বুধবার দুপুরে সহিংসতায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, আওয়ামী লীগ প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহাজ্জাত মহসীন খিপুর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। এরমধ্যে ১০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থক ও তাহমিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এরমধ্যে পাঁচজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আহাজ্জাত মহসীন খিপু ও তার ছেলে মোজাহিদ মহসীনকে আটক করা হয়েছে। এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।