
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলার মুকসুদপুর-রাজপাট সড়কের খান্দারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার খান্দাপার গ্রামের ধুনাউল্লার ছেলে সামসু খান (৭৫) এবং কাউনিয়া গ্রামের লুৎফর মিয়া ছেলে একলিন মিয়া (১৮)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, মুকসুদপুর থেকে রাজপাটগামী একটি মিনিবাস খান্দারপাড় এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের ছয়যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে দুপুরে সামসু খান ও একলিন মিয়া মারা যান।