গোপালগঞ্জ প্রতিনিধি : র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনদী গ্রামে জাহিদ হাসান টিটুর বাড়িতে অভিযান চালানো হয়।
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে এক হাজার ২৫০ ক্যান বিদেশি বিয়ারসহ জাহিদ হাসান টিটু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
রোববার ভোরে জেলার মুকসুদপুর উপজেলার ভজনদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার এবং জাহিদ হাসান টিটুকে আটক করা হয়। আজ বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।


