নিজস্ব প্রতিবেদক : রক্তনালী টিউমারে আক্রান্ত মুক্তামণির তৃতীয় দফায় অস্ত্রোপচার করা হয়েছে।
অস্ত্রোপচারের পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামণির হাতের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। শারীরিক অবস্থা ভাল থাকলে ৮/১০ দিন পর কাঁধের টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হবে।