বিনোদন
ডেস্ক : এ সপ্তাহের ঢালিউড, বলিউড, হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা নিচে দেওয়া হলো :
ঢালিউড
ঢালিউডে এ সপ্তাহে কোনো সিনেমা মুক্তি পায়নি।
বলিউড
১. ডিয়ার জিন্দেগি (ড্রামা)
২. শ্বাসে (রোমান্টিক, হরর)
৩. মোহ মায়া মানি (ক্রাইম ড্রামা)
হলিউড
১. মোয়ানা (কমেডি, অ্যাডভেঞ্চার)
২. অ্যালাইয়েড (রোমান্টিক, থ্রিলার)
৩. ব্যাড সান্তা-টু (কমেডি)
৪. রুলস ডোন্ট অ্যাপ্লাই (রোমান্টিক, কমেডি, ড্রামা)
৫. মিস স্লোনে (ড্রামা)
৬. লায়ন (ড্রামা)