মুক্তিযুদ্ধের গল্পে তিশা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে সারা দেশে। এই উৎসবে ভিন্ন মাত্রা যোগ করতে আসছে মুক্তিযুদ্ধনির্ভর গল্পের ওয়েব ফিল্ম ‘নৈবেদ্য’।

এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শ্যামল চন্দ্রের লেখা মুক্তিযুদ্ধের গল্প থেকে ‘নৈবেদ্য’-এর চিত্রনাট্য তৈরি করেছেন মান্নান হীরা। ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন শাব্দিক শাহীন ও সিহানুর রহমান আসিফ।

মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে আটকেপড়া এক বীরাঙ্গনা নারীকে উদ্ধার এবং যুদ্ধ-পরবর্তী সমাজে তার সন্তানের পরিচয় নিয়ে সংকট ও জীবন-সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে ‘নৈবেদ্য’র গল্প। ওয়েব ফিল্মটির অন্যান্য চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, হাসান ইমাম, দীপক কর্মকার, সাইকা আহম্মেদ, শাহাজান সম্রাট প্রমুখ। একটি বিশেষ চরিত্রে থাকবেন রওনক হাসান।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ওয়েব ফিল্মটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে।