মুক্তিযুদ্ধের গল্প ‘ফিরে দেখা’-তে নায়ক নিরব

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা ‘ফিরে দেখা’। গত ২ মার্চ থেকে শুরু হয়েছে এ সিনেমার চিত্রায়ণ। চলবে ২০ মার্চ পর্যন্ত। সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছেন চিত্রনায়ক নিরব ও অর্চিতা স্পর্শিয়া।

বৃহস্পতিবার (১১ মার্চ) নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন নিরব। ভিডিওটি প্রসঙ্গে নিরব বলেন, পদ্মা নদীর পাড়ে শুটিং করছিলাম। হঠাৎ দেখি মানুষের ভিড় জমতে শুরু করেছে। প্রথম দিকে আমরা যখন রাজবাড়ীতে শুটিং শুরু করে তখন মানুষের এতো ভিড় হতো না। এখন সবাই জেনে গেছে। প্রতিদিনই মানুষ শুটিং দেখতে আসছে।

মানুষের ভিড়ে শুটিং করতে সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে নিরব বলেন, তেমন কোনো সমস্যা হচ্ছে না। নিজের এলাকায় প্রথমবার শুটিং করছি, অনেকে সেলফি তুলতে চাইছে। দেখা করতে চাইছে। যতটুকু সম্ভব তাদের আবদার মেটানোর চেষ্টা করছি।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমার গল্প। এটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন তিনি। রোজিনার বিপরীতে ইলিয়াস কাঞ্চনকে দেখতে পাবে দর্শক। প্রায় ১৫ বছর পর একসঙ্গে অভিনয় করছেন তারা।