
মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পালিয়ে গেলে বাংলাদেশ কখনও স্বাধীন হত না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন ও বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘১৯৪৭ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তের কোনো ভুল নেই। সাম্প্রতিক সময়ে স্পেনের কাতালিয়ানরা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের নেতা পালিয়ে গেছেন। বঙ্গবন্ধু পালিয়ে যাননি, পালিয়ে গেলে দেশ স্বাধীন হতো না।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের মত পৃথিবীর দ্বিতীয় কোনো রাজনৈতিক পরিবার দেশ গঠনে এত আত্মত্যাগ করেননি। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে বিভিন্ন গুজব রটিয়েছেন। জিয়ার প্রথম কাজই ছিল বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হনন করা। মুক্তিযুদ্ধের বিজয় যেন প্রতিষ্ঠিত না হয়, তার জন্য কত ষড়যন্ত্র ও প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছে।’
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই গুজবের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। এ কারণে বাংলাদেশ অন্ধকার থেকে অন্ধকারতম হয়েছিল। দারিদ্র্যে জর্জরিত হয়েছিল। এই দারিদ্র্য বিক্রি করে অনেকে পদক পেয়েছেন। কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, গুটিকয়েক মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সাড়ে তিনবছর শাসনামল উন্নয়নের এক বিস্ময়। সেই সাড়ে তিনবছর সময়কালকে স্বাধীনতাবিরোধীরা সবসময় কলঙ্কিত করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩৫ বছর আগেই বাংলাদেশ স্বপ্নের জায়গায় পৌঁছে যেত। গত ১২ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সফলতার চূড়ায় নিয়ে গেছেন। শেখ হাসিনার নেতৃত্বই আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাবে।’