মুক্তিযোদ্ধাদের আপদকালীন ঋণ বাড়ানোর সুপারিশ

সচিবালয় প্রতিবেদক : বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল ২৩তম বৈঠক। মুক্তিযোদ্ধাদের আপদকালীন ঋণ বাড়ানোর সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাসের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কামরুল লায়লা জলি অংশগ্রহণ করেন। বিগত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটির এ বৈঠকে মাগুরায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।