মুক্তিযোদ্ধাদের নতুন ৩টি উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

সচিবালয় প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের নতুন ৩টি উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক .ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আরো ৩টি উৎসবভাতা দেওয়ার পরিকল্পনায় কাজ করা হচ্ছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে স্থানীয় মু‌ক্তি‌যোদ্ধা‌দের সঙ্গে আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি উৎসবভাতা পান। আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পয়লা বৈশাখের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ ল‌ক্ষ্যে কাজ ক‌রছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ স্থানীয় মুক্ত‌িযোদ্ধারা বক্তব্য রাখেন।