মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের (মুক্তিযোদ্ধা) জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছেন। আমিও সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মুক্তিযোদ্ধাদের অবদান শুধু বক্তৃতা দিয়ে শেষ করা যাবে না। আপনাদের জন্য প্রধানমন্ত্রী সব সময় পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের পাশে আছেন প্রধানমন্ত্রী। আমরাও আপনাদের পাশে আছি।

আনিসুল হক বলেন, ডিসিসি উত্তর-দক্ষিণের সব কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য কবর সংরক্ষণ থাকবে।

সংবর্ধনায় প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মিসবাহুল ইসলাম, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।