মুক্তিযোদ্ধার উপর প্রতিপক্ষের হামলা, আহত-২

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিজয়ের এই মাসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন (৭৩) ও তার স্ত্রী আবিয়া বেগম (৬০) নামের দুইজন গ্রুতর আহত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বিছনদই এলাকায় জমির দখলের জের ধরে ১২ ডিসেম্বর গভীর রাতে প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের বসত ভিটায় হামলা চালায়।এতে ফরিদ উদ্দিন ও তার স্ত্রী আবিয়া বেগম গ্রুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত মুক্তিযোদ্ধার ফরিদ উদ্দিন বলেন-  সামছুল ইসলাম ছফি ও সাইফুল ইসলাম মানিকের নেতৃত্বে গভীর রাতে আমার উপর পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে। তারা আমাকেসহ পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালায়। ভাগ্যক্রমে আমরা বেঁচে যাই।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন বাদি হয়ে সামছুল ইসলাম ছফিকে প্রধান আসামী করে সাত জনের নামে হাতীবান্ধা থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।