নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধার ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রাণের-৭১’ নামে একটি সংগঠন মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে প্রকাশ্যে মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধার ওপর হামলা করা হয়। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, সাজা কার্যকর করা হচ্ছে ঠিক সেই সময় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয় তখন দেশের স্বাধীনতার ভাবমূর্তিকে যেন কুঠারাঘাত করা হয়।
তারা হামলার সঙ্গে যারা জড়িতদের অবিলম্বের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
সংগঠনের সভাপতি মমিনুল আহসানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত অভি, যুগ্ম- সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সহ-সভাপতি নাসরিন হক, সাংগাঠনিক সম্পাদক শামিমা তুষ্টি, মেঘলা ইসলাম, মুক্তিযোদ্ধা মহিব উল ইসলাম বাবু প্রমুখ।