মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্বের ন্যায় চালু রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্বের ন্যায় চালু রাখার দাবি জানিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি পৌঁছে দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার মো. আমির হোসেন মোল্লা। এ সময় দেড় শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহানগর মুক্তিযোদ্ধারা হতাশাগ্রস্ত যে, গত কয়েক মাস ধরে রাজাকার, আলবদর, আল-শামস, জামায়াত-শিবির ও বিএনপির সন্তানরা অহেতুক মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এমনকি হাইকোর্টে কোটা বন্ধের জন্য মামলা দায়ের করেছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরো বলা হয়, বিএনপি, জামায়াত-শিবির, রাজাকার, আলবদর, আল-শামস, ফ্রিডম পার্টির প্রেতাত্মা সন্তানরা কোনো সভা-সমাবেশ করতে না পারে সেজন্য সব মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা দাবি জানানো হয়।

সাথে সাথে মুক্তিযোদ্ধা-সন্তানদের কোটা পূর্বের ন্যায় চালু রাখার নির্দেশ প্রদান করে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের বাহিরে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা অনৈতিক বিধি বর্হিভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।