
স্কারলেট জোহানসনকে ব্ল্যাক উইডো চরিত্রে দেখার জন্য তার ভক্তরা অপেক্ষা করছে অনেকদিন। ২০২০ সালের ১ মে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির কিন্তু মহামারি করোনার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়।
ওয়াল্ট ডিজনি এক বিবৃতিতে জানায় মার্ভেল স্টুডিও’র ‘ব্ল্যাক উইডো’ মুক্তি দুমাস পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের ৯ জুলাই এটি মুক্তি পাবে। প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ মুক্তি দেওয়া হবে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ওয়াল্ট ডিজনি।
‘ব্ল্যাক উইডো’-এর আগে ২৮ মে ওয়াল্ট ডিজনি মুক্তি দেবে ‘ক্রয়েলা’। এমা স্টোন অভিনীত সিনেমাটিও দেখা যাবে ডিজনি প্লাসে। দুটি সিনেমা দেখার জন্য আলাদা আলাদা ভাবে ৩০ ডলার গুনতে হবে ভক্তদের।