মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর ‘দেবী চৌধুরাণী’

বিনোদন ডেস্কঃ নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরেই মধ্যে শুটিং শেষ হয়েছে কালজয়ী উপন্যাস নিয়ে নির্মিত ‘দেবী চৌধুরাণী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের এ ছবির চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

এরেই মধ্যে চলছে বিভিন্ন ভাষায় এ ছবি ডাবিং এর কাজ। আগামী ২২ সেপ্টেম্বর বাংলা,হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘দেবী চৌধুরাণী’। ছবিটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র জানিয়েছেন, ‘দেবী চৌধুরাণী’ ছবিটি ভারত-যুক্তবাজ্য সরকারের যৌথ প্রযোজনায় এ সিনেমায় তৈরী করা হয়েছে।

তিনি বলেন, “সিনেমার নামই বলে দিচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের ঐতিহাসিক নারী চরিত্র ‘দস্যুরাণী দেবী চৌধুরাণী’কে নিয়ে আবর্তিত হয়েছে কাহিনী। ভারত ও যুক্তরাজ্য সরকারের ২০০৭ সালের ইন্দো-ইউকের সংস্কৃতি বিনিময়ের চুক্তির পথ ধরে যৌথভাবে সিনেমাটি নির্মিত হচ্ছে।”

মূল চরিত্র ‘দেবী চৌধুরাণী’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবতী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দাসহ আরও অনেকে কাজ করেছেন।

‘দেবী চৌধুরানীর’ অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের অভিনেতা ভিকি কৌশলের বাবা শাম কৌশল। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।