‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’, নুসরাত

পশ্চিমবঙ্গে একদফার ভোট হয়ে গেলেও বাকি সাতদফার জন্য দলের প্রার্থীদের হয়ে জোর প্রচার চালাচ্ছেন তারকারা। অশোকনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে নির্বাচন প্রচারে রয়েছে নুসরাত। সেখান থেকেই নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।

শনিবার (২৭ মার্চ) প্রচারে বেরিয়েছিলেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। সেখানেই মেজাজ হারালেন তিনি। এই ঘটনাইয় দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথনের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

বিভিন্ন মাধ্যমের খবর, প্রায় এক ঘণ্টা প্রচারের পর নুসরাত গাড়ি থেকে নামতে চাইলে তাকে আরও আধাঘণ্টা প্রচারের অনুরোধ জানান এলাকার তৃণমূল নেতারা। ঠিক তখনই রেগে গিয়ে জানিয়ে দেন, আর পারবেন না। বলেন, ‘মুখ্যমন্ত্রীর জন্যেও এতটা করি না। ঠাট্টা করছ?’ এরপরই রেগে গাড়ি থেকে নেমে যান এই অভিনেত্রী।

ওই ভিডিওতে দেখা গেছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসরাতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধা কিলোমিটার গেলেই হবে। কিন্তু গাড়ির পেছনের রড ধরে দাঁড়িয়ে থাকা নুসরাত হাত নেড়ে না বলতে থাকেন। তাতেও ওই কর্মী না থামায় রেগে যান তিনি। বলেন, ‘এক ঘণ্টার ওপর র‍্যালি করছি’। এ কথা বলেই রডের নীচ দিয়ে মাথা গলিয়ে গাড়ি থেকে নেমে যান নুসরাত।