মুখ্যমন্ত্রী পদে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন রাজ্যটির বিজয় দল তৃণমূল কগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৫ মে) বেলা ১১টার দিকে কলকাতার রাজভবনে শপথ শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তার নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ করেন। এবার সমর্থকদের ভিড় কমিয়ে কোভিড বিধি মেনে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

২০১১ সালের ১৯ মে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করান।

এরপর ২০১৬ সালের তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ পড়ান মমতাকে।

এবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা পরিস্থিতির কারণে ২০১১ ও ২০১৬ সালের মতো এবার শপথগ্রহণ অনুষ্ঠান বড় আয়োজন করা হয়নি।