
সম্প্রতি ইউটিউবে এক ভিডিও বার্তায় চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান বেয়াদব বলেন এই সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে।
এ প্রসঙ্গে আরিফিন শুভর বলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না। এখানে আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হয়।’
তিনি আরও বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে। এ ঘটনায় আমি স্তব্ধ। উনি আমার বাবার বয়সী। বাবা সন্তানকে বললে, সন্তান যে উল্টো বলবে সেই শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’
প্রসঙ্গত, আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ করতে হয়। সুস্থ হওয়ার পর আরিফিনকে কল করলে সে জানায় তার শিডিউল শেষ। এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এই পরিচালক।
এই প্রসঙ্গ টেনে ভিডিওতে, শুভকে চরম বেয়াদব ও চরম খারাপ বলেন পরিচালক।