মুখ লুকিয়ে পালিয়েছেন অক্ষয় পুত্র আরভ ভাটিয়া

বিনোদন ডেস্ক : তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারা কী ধরনের পোশাক পরেন, কার সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। শুধু যে তারকা তা কিন্তু নয়, ভক্তদের আগ্রহে তাদের সন্তানরাও থাকেন।

স্বাভাবিকভাবেই তাই বলিউডের খিলারিখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের পুত্র আরভ ভাটিয়াকে নিয়েও সকলের আগ্রহের কমতি নেই। তবে সম্প্রতি একটি পার্টি থেকে বের হওয়ার পর আচমকা পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মুখ লুকিয়ে পালিয়েছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পত্তির পুত্র আরভ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল রাতে বান্দ্রার কর্ণার হাউজ থেকে বান্ধবীদের সঙ্গে পার্টি করে বের হচ্ছিলেন আরভ। হঠাৎ পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মুখ লুকিয়ে ফেলার চেষ্টা করে সে। তার সঙ্গে যে বান্ধবী ছিল, সেও কার্যত মুখ ঢেকে গাড়িতে উঠে চলে যায়। কে ওই রহস্যময়ী? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।