মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে জাতীয় পার্টি

জেষ্ঠ্য প্রতিবেদকঃ চলতি মাসের ১৭ তারিখে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে জাতীয় পার্টি (জাপা)। রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৭ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে উপস্থিত থাকবেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যানরা এবং পার্টির মহাসচিবসহ শীর্ষ নেতারা।