‘মুজিব’ চলচ্চিত্রে স্ত্রী তিশা, সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন ফারুকী

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তার ভবিষ্যৎ পরিকল্পনাসহ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তবে কিছু প্রশ্নের বিষয়ে তিনি বেশ কৌশলী উত্তর দিতে দেখা যায়।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মুজিব’ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা যিনি ফারুকীর স্ত্রী। এ বিষয়ে তিনি আত্মগ্লানিতে ভুগছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নটি এড়িয়ে নবনিযুক্ত সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমি উস্কানিমূলক কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। নরমাল প্রশ্ন থাকলে, যে প্রশ্নই আপনি জানতে চান।

শিল্পকলায় নাটক হতে বাধা দেওয়া এবং সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে উগ্রবাদী তৎপরতা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পরিষ্কার একটি পরিকল্পনার অংশ। এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা। এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে।

তার মতে, যারা জুলাই গণহত্যা চালিয়েছে সেই ফার্স্ট হ্যান্ড অপরাধীদের বিচারে সরকার উদ্যোগী হয়েছে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য ফোর্থগ্রেড, ফিফথ গ্রেড অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

শিল্প সংস্কৃতির কেউ যদি পতিত ফ্যাসিস্টের হয়ে ভিকটিম খেলার চেষ্টা করেন তাহলে ফিফথ গ্রেড অপরাধীকে হয়তো আগে ধরা হবে বলে তিনি জানান।

আইন হাতে তুলে নিয়ে যারা শিল্পকলা অ্যাকাডেমিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিষয়ে এক প্রশ্নের ফারুকী বলেন, বাংলাদেশে নাটক বন্ধ হয়নি, যাত্রা বন্ধ হয়নি। আপনি যে ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন, দুঃখিত যে আমি এর সঙ্গে তাল দিতে পারছি না।

বিগত সরকারের দোসর আখ্যা দিয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোল হচ্ছে তা নিয়ে বেশ কৌশলী উত্তর দিয়েছেন তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকে তার তার মতামত প্রকাশ করতে পারে। এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই।

আমি যে মুহূর্তে যেটাকে ঠিক মনে করি, ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারও প্রতি কোনো চীরস্থায়ী বন্দোবস্ত নেই। কারণ আমি শিল্পী, আমার কোনো দল নেই।

এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে অ্যাকাডেমির প্রধান এবং অংশীদার সবার সঙ্গে বসে সবার পরামর্শে তিন মাসে কীভাবে দৃশ্যমান পরিবর্তন আনা যায় এবং এক বছর মেয়াদে কেমন প্রকল্প বাস্তবায়ন করা যায় যা সংস্কৃতি অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনবে সে বিষয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, রোববার বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।