মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাহার আলিফ (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণদী গ্রামের দক্ষিণে ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আলিফ উপজেলার লতাব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সৌদি প্রবাসী বাদল শেখের ছেলে ও উপজেলার শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, আলিফ শুক্রবার জুমার নামাজের আগে বাড়িতেই ছিল। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ির দক্ষিণে ইছামতি নদীর পাড়ে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়।পরে থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিরাজদিখান থানার এসআই পরিমল বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে আলিফকে হত্যা করা হয়েছে। তার শরীরে ৩৮টি আঘাতের চিহ্ন রয়েছে।


