মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পূর্বশত্রুতার জের ধরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূজামণ্ডপের পাশে দুই গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র মো. ফয়সাল (২২) নিহত হয়েছেন।

এ সময় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত আকাশ চোকদার (২২) ও শাহীনকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে পুরা এলাকায় পূজামণ্ডপের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের ভাগিনা মো. জুয়েল জানান, তার মামা ফয়সাল সোমবার রাতে বন্ধুদের নিয়ে পুরা এলাকায় দুর্গাপূজা দেখতে যায়। এ সময় পূর্ববিরোধের জের ধরে আকাশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবীব ইবনে আব্দুল্লাহ জানান, রাত ৯টার ফয়সালের লাশ নিয়ে আসা হয়। আহত আকাশ ও শাহীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।